...
Tuesday, December 17, 2024

তিন খান এক ছবিতে!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: মুম্বইয়ে একটি শো-তে উঠে আসে তিন খানের একসঙ্গে কাজ করার প্রসঙ্গ। এমনই এক প্রশ্ন করে বসেন কিং খানের এক ভক্ত। তাঁর প্রশ্ন ছিল, শাহরুখ, আমির, সলমনকে একসঙ্গে কবে বড় পর্দায় দেখা যাবে? তখনই মজার ছলে উত্তর দেন নায়ক।

তিনি বলেন, “প্রযোজক এবং পরিচালকদের আমাদের তিন জনকে একসঙ্গে ছবিতে নেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই কাজ করব। আর আমাদের তিন জনেরই তিন রকমের কাজের অভ্যাস এবং নানা চাহিদা। সেগুলি সহ্য করতে পারলেই কাজ করব আমরা।”

শেষ কয়েক দশক ধরে বলিপাড়ায় তাঁদেরই সাম্রাজ্য। শাহরুখ খান, আমির খান, সলমন খান। তাঁদের কেরিয়ারের শুরুও মোটামুটি একই সময়ে। কিন্তু এত বছরেও তিন খানকে একসঙ্গে দেখেননি দর্শক। ইন্ডাস্ট্রি এই তিন স্তম্ভকে একসঙ্গে দেখার অপেক্ষায় অনেকেই।

প্রসঙ্গত, আমির-সলমনকে একই ছবিতে দেখেছে দর্শক। আবার অন্য দিকে শাহরুখ-সলমনও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিরও লম্বা তালিকা রয়েছে। শেষ আমিরের ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে কিং খানকে দর্শক দেখেছে ক্যামিও চরিত্রে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.