22 C
Dhaka
Saturday, January 18, 2025

ঢাকা-ময়মনসিংহ রুটে এসি বাস বন্ধ হয় এনায়েত উল্লাহর ক্ষমতায়: আমিনুল হক শামীম

চাকুরির খবর

ঢাকা-ময়মনসিংহ সড়কে এসি বাস সহ অনেক গুলো বাস এক সময় বন্ধ হয়ে যায় অজানা কারণে। এই সড়কের যাত্রীরা এসি বাসের আক্ষেপ অনেক দিন দরেই পুষে আছেন, কবে চালু হবে তার অজানা তথ্য কোন ভাবেই আসছিলোনা। হঠাৎ করেই ফেসবুকে ময়মনসিংহের সিআইপি আমিনুল হক শামীম এসিপিএল পরিবহন সহ ক্ষমতাধর এনায়েত উল্লাহ কে নিয়ে অজানা তথ্য দেন, ওনার ফেসবুক থেকে পুরো অংশ তুলে ধরা হল..

আপনারা জানেন, ২০১২-১৩ সালে ঢাকা-ময়মনসিংহ রুটে আমিই সর্বপ্রথম এসি বাস এর উদ্যোগ নিয়েছিলাম। ২০ টি বাস নিয়ে এই যাত্রা শুরু হয়েছিলো (ছবি সংযুক্ত)। ওই মুহূর্তে এনা পরিবহনের মালিক এনায়েত উল্লাহ ছিলেন অভূতপূর্ব ক্ষমতাশালী এবং উনি নিজের এনা বাস চালানোর জন্য আমার ২০টি এসি বাস বন্ধ করতে বাধ্য করেন। পাশাপাশি এর মাঝে মাত্র অর্ধেক(১০টি) গাড়িকে নন-এসিতে রুপান্তর করে উনারই এনা সার্ভিসে চলার সুযোগ দেন। আর কোন সুযোগ না থাকায় আমাকে তা-ই করতে হয়, যে কারণে আমার বিপুল আর্থিক ক্ষতি হয়।

এই এনা বাসের মালিক শুধু আমার এসি বাস নয়, ময়মনসিংহের “ইউনাইটেড” ও “নিরাপদ” বাস সার্ভিসও বন্ধ করে দিয়েছিলেন। ময়মনসিংহ জেলার পাশাপাশি, গত ১৫ বছর ধরে তিনি একচ্ছত্র ভাবে সারা বাংলাদেশের সকল বাস সার্ভিসকেই কোণঠাসা করে রেখেছেন।

১৫ বছর ধরে উনি সারা বাংলাদেশের সকল বাস মালিকদের যে নিপীড়ন করেছেন, তার বিপরীতে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বুঝতে পেরেই ৪ তারিখ রাতে তিনি দেশ ত্যাগ করেন। ঢাকার সকল বাস মালিকের পুঞ্জিভূত ক্ষোভের ভয় থেকেই তিনি তার সকল বাস সরিয়ে ফেলেছেন এবং ঢাকা-ময়মনসিংহ সহ সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন।

ময়মনসিংহের কোন বাস মালিক ময়মনসিংহে এনার বাস/কাউন্টার বন্ধ করে নাই। উনি নিজেই দেশত্যাগের পর তার বাস সার্ভিস বন্ধ রেখেছেন। ময়মনসিংহে এনার কাউন্টার যথারীতি আছে এবং এই রুটে এনা বাস চললে ময়মনসিংহ মোটর মালিকদের কোন আপত্তি নেই, বরং সবাই স্বাগত জানাবে। জনগণের কোন ভোগান্তি হোক, এটা আমরা কেউই চাই না।

উনি দেশত্যাগ করে নিজের বাস সার্ভিস বন্ধ রাখার পর ঢাকা ও ময়মনসিংহের মালিকদের যাদের এনা কোম্পানিতে বাস ছিলো তারা সবাই বিপাকে পরে যায়। একদিন সার্ভিসটি পুরোপুরি বন্ধ থাকায় ময়মনসিংহবাসীও ভোগান্তির শিকার হয়। দ্বিতীয় দিন আমরা ঢাকায় গাড়ি পাঠালেও এনা কাউন্টার থেকে কোন সিরিয়াল দেয়া হয়নি। যে কারণে সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা মোতাবেক এই বাসগুলোর নাম পরিবর্তন করে ইউনাইটেড নামে আলাদা কাউন্টার করা হয়। আমার জানামতে, অতি শীঘ্রই ইউনাইটেড এর বাসগুলো পরিবর্তন করে উন্নত গাড়ি দেওয়া হবে।

আমাদের অনেকের নাম উল্লেখ করে এনা ট্রান্সপোর্টের ফেসবুক পেজ থেকে কিছু মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, এবং মজার বিষয় হচ্ছে এখানে মিথ্যা বলে আমাদের যাদেরকে দায়ী করা হচ্ছে, তাঁদের গাড়িই এনায়েত উল্লাহ গত ১৫ বছরে বন্ধ করে দিয়েছেন।

তবে এখন আমরা আশাবাদী, আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা ও ময়মনসিংহের মালিকেরা এসি বাস সার্ভিস সহ আধুনিক বাস সেবা ময়মনসিংহবাসীকে দিতে পারবে। এই বিষয়ে সকল বাস মালিকদের প্রতি ব্যক্তিগতভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকবে। একটি বিভাগীয় শহরে কোন উন্নত বাস সার্ভিস থাকবে না, এটি কারোরই কাম্য নয়।

এছাড়াও, আমাদের এসিপিএল বাস-সার্ভিস নিয়ে আপনারা কমেন্টে বেশ কিছু অসুবিধা ও সমস্যার কথা জানিয়েছেন। আমি দু:খিত এই সমস্যাগুলো আমার অবগত ছিলনা। আপনাদের জানানো সমস্যাগুলো সমাধানে যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন তা আমি গ্রহণ করবো। ময়মনসিংহের মানুষ যেন এসি বাস সহ সকল অত্যাধুনিক বাস সার্ভিসের সুবিধা পায়, এটাই আমার প্রত্যাশা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর