21 C
Dhaka
Friday, November 22, 2024

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ২ সেপ্টেম্বর চালু হয় দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দরের কাওলা এলাকা থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরদিন থেকে সর্ব সাধারণের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়া হয়। এরপর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ব্যক্তিগত গাড়ী চলাচল করলেও, যাত্রীবাহি বাস চলছে না। 

সোমবার থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস। প্রাথমিকভাবে ৮টি বাস দিয়ে উত্তরা থেকে ফার্মগেটের খামারবাড়ি পর্যন্ত বিআরটিসির এই বাস সার্ভিস চলবে। এই রুটে বর্তমান যে ভাড়া আছে তাই নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। 

এবার গণপরিবহন উন্মুক্ত হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সোমববার সকাল থেকে এই উড়াল সড়কে চলাচল করবে বিআরটিসি বাস। প্রাথমিকভাবে ৮টি বাস যাতায়াত করবে। এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার জসীমউদ্দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীরা বাসে উঠতে পারবে। এটা নামবে ফার্মগেট হয়ে খামারবাড়ি।

অন্যদিকে বিমানবন্দর অভিমুখী যাত্রীরা মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর থেকে বাসে উঠতে পারবে। এছাড়া  খামারবাড়ি ও বিজয় সরণী সিগনালের পর থেকেও উত্তরামুখী যাত্রীরা এই বাসে উঠতে পারবেন ।  

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর