23 C
Dhaka
Sunday, January 19, 2025

ঢাকায় এসে পৌঁছান ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: বুধবার (২৭শে এপ্রিল) ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজার থেকে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। এরপর রাতেই তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজকুমারী মেরির তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রার কথা রয়েছে।

এর আগে সোমবার সকালে তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তিন দিনের সফরে বাংলাদেশে এসে কক্সবাজারে গেছেন ডেনমার্কের রাজকুমারী। সোমবার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এসময় সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর