বিডিনিউজ ডেস্ক: বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, আগামী ডিসেম্বর মাসকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার একটি নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।
ডিসেম্বর বিজয়ের মাস। এবার ডিসেম্বর বাংলাদেশের জন্য অন্যরকম তাৎপর্য বহন করে আনছে। বিশেষ করে এবারের ডিসেম্বরেই বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি হচ্ছে।
সে জন্যই এই বিজয়ের মাসে বিজয়ের ৫০তম বার্ষিকীকে অন্যরকমভাবে চিত্রিত করার জন্য কোন কোন মহল ষড়যন্ত্র করছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
বিশেষ করে ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় হেফাজত ইসলাম সারাদেশে যে তাণ্ডব করেছিল সেই অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে বাংলাদেশের বিজয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে।
এবার সেরকম ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে নভেম্বর থেকেই।
বাংলা ইনসাইডার