16 C
Dhaka
Saturday, January 18, 2025

ডিরেক্টরস গিল্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও প্রিয় নির্মাতা এবং প্রিয় শিল্পীর সাথে সেল্ফি তোলার হিড়িক পড়ে যায় বর্ণিল এই আয়োজনে। সেই সাথে সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলের কথায় ” গুনীজনের মিলনমেলা তারুণ্যের উদ্দীপনা ” শিরোনামের থিম সংটি উৎসবের রঙে নতুনমাত্রা যোগ করে। 

শিল্পী তৈরিতে ক্যামেরার পেছনের মানুষদের রয়েছে না বলা অনেক গল্প। ক্যামেরার সামনের মানুষদের আলোর ঝলকানিতে ক্যামেরার পেছনের মানুষদের গল্পগুলো সব সময় অন্ধকারেই থেকে যায়। আর প্রিয় নির্মাতাদের নিয়ে না বলা সেসব গল্পগুলোকে কথার যাদুকরি ছন্দে অনন্য করে তোলেন ক্যামেরার সামনের মানুষেরা।

ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উৎসবের রং ছড়াতে অনুষ্ঠানস্থলে ভিড় জমান ছোটপর্দার তারকাশিল্পীরা।

শুভেচ্ছা প্রদান করেন নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, আব্দুল আজিজ, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মুশফিকুর রহমান গুলজার, সোহেল আরমান, মাছরাঙা টিভির অনুষ্ঠান প্রধান আরিফ রহমান, এটিএন বাংলার অনুষ্ঠান ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, দীপ্ত টিভির মার্কেটিং প্রধান মোজাম্মেল, হৃদি হক, অপু, নাজনীন চুমকি, মৌসুমী হামিদ, নির্মাতা মোরশেদুল ইসলাম, শাকুর মজিদ, মিডিয়া ব্যক্তিত্ব মনোয়ার পাঠান,শহীদ রায়হান, সাজ্জাদ হোসেন দোদুল, এস এ হক অলিক প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আয়োজনে উদযাপিত হলো নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

সোমবার (১০ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত সংগঠনের নিকেতনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় জমকালো এই আসর। জন্মদিনের এই আয়োজনে ছোট পর্দার শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় আনন্দের বন্যা বয়ে যায়। উৎসবের রঙে নিজেদের রাঙিয়ে হু হৈল্লোড়, ও নাচে গানে মেতে উঠে শিল্পী,নির্মাতা ও কলাকুশলীরা। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর