বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী নগরীর বলাশপুর, কেওয়াটখালী, চরপাড়া ও পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৫ জন ছিনতাইকারী ও মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মন্টু মিয়া (৩০), জয়নাল (২৫), শ্রী গোবিন্দ চন্দ্র দাস (২২), রবিন মিয়া (৩০), জসিম উদ্দিন (৩০), হানিফ মিয়া (৫০), সোহাগ মিয়া (৩০), জুয়েল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (৪২), আকাশ (২৬), আরিফ হোসেন (২৪), আপেল (৩০), মঙ্গল মিয়া (৩৫), রিপন মিয়া (২৮), আশিকুর রহমান মনি (২৫), আশিকুর রহমান রুমান (২৬), মো. মামুন (২৮), রানা মিয়া (২৮), তানভীর ইমতিয়াজ রনি (৪০), তোমাল (২৫), ছাব্বির হোসেন (২২), রনি (৩০), সাদ্দাম (২৬), তারা মিয়া (৫৮) ও রবিন মিয়া (২৩)। তারা ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘এরা দীর্ঘদিন নগরীর ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সুযোগ বুঝে মানুষের পথ আটকে, ছোট যানবাহনের গতি রোধ করে কিংবা পেটে চাকু ধরে ছিনতাই করত। এরা নিয়মিত মাদক সেবন, ছিনতাই ছাড়াও বিভিন্ন অনৈতিক কাজ করত। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।