অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে।
সোমবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে পদায়নের তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগ্ম কমিশনার হিসেবে হারুন-অর-রশিদ উত্তর গোয়েন্দা বিভাগের ( তেজগাঁও গুলশান মিরপুর উত্তরা এলাকা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।
এর আগে চলতি বছরের (২ মে) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে থাকা হারুন-অর-রশিদ।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জ এবং গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা।
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলের হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুককে সংসদ ভবন এলাকায় পিটিয়ে আলোচনায় আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করা হারুন-অর-রশিদ।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে জন্য হারুন অর রশিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এমএসএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন হারুন-অর-রশিদ।