26 C
Dhaka
Saturday, January 18, 2025

ডিআইইউ তে তামাকে স্বাস্থ্য ঝুঁকি ও যুবসমাজের ভূমিকা শীর্ষক ওয়েবিনার

ডিআইইউ প্রতিনিধি

চাকুরির খবর

তামাকজাত পণ্যের ভয়াবহতা থেকে মানুষ জাতিকে বাঁচানোর নিমিত্তে ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে বলা হয় বছরের যে কোনো একদিন বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হবে।

সেই ঘোষণা অনুযায়ী ৩১ মে প্রতিবছর বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। 

তার’ই ধারাবাহিকতায় আগামী ২৬ মে সকাল ১১টা ৩০ মিনিটে তামাক ও এর ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা মূলক ওয়েবিনার  ‘তামাকে স্বাস্থ্য ঝুঁকি ও যুবসমাজের ভূমিকা’ শীর্ষক অনলাইন ওয়েবিনার আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও টোবাকো কন্ট্রোল এবং রিসার্চ সেল।

উক্ত ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং প্রখ্যাত নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ-অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত।

এছাড়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোবাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেলের সভাপতি এবংট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, (এমপি)।

ওয়েবিনারটি সরকারি দেখা যাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অফিসিয়াল ফেসবুক পেজ এবং টোবাকো কন্ট্রোল ও রিসার্চ সেল এর অফিসিয়াল পেজে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর