অনলাইন ডেস্ক: সোমবার (১৩ জুন) এই দরে ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এটাকে ‘আন্তব্যাংক দর’ বলছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংকগুলো পরস্পর যে দামে লেনদেন করে সেটাই আন্তব্যাংক লেনদেন দর। সোমবার (১৩ জুন) ৯২ টাকা ৫০ পয়সায় কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে।’
ডলারের বিপরীতে আবারও কমল টাকার মান। সে হিসেবে প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। যা আগে ছিল ৯২ টাকা। এতে টাকার মান কমল ৫০ পয়সা।
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়ার পর টানা বাড়তে থাকে ডলারের দর। এরপর বুধবার হঠাৎ করে ডলারের দাম উল্টো কমে যায়। ওইদিন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করে ৯১ টাকা ৫০ পয়সায়। তার এক দিন আগে মঙ্গলবার ডলারের বিপরীতে টাকার মান ছিল ৯২ টাকা।