গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা রোগীদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় সম্প্রতি করোনা মহামারী প্রকট আকার ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।
উপজেলাবাসীর যদি অক্সিজেনের প্রয়োজন হয় ইউএনও’র সরকারি নম্বরে ফোন দিলে অক্সিজেন তার বাসায় পৌঁছে যাবে। জরুরী প্রয়োজনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ টি বেড প্রস্তুত আছে, আরো ১৪ টি বেড প্রস্তুতির পর্যায়ে আছে। তাই করোনায় আতঙ্কিত না হয়ে সাহসের সাথে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।