অনলাইন ডেস্ক: এই জেরে টুইটারের কর্মীদের মধ্যে চাকরি হারানোর শঙ্কা বেঁধেছে। টুইটারের মালিকানা যার হাতেই থাকুক না কেন, আগামী কয়েক মাসেই কর্মী ছাঁটাই করা হতে পারে। যদিও সংস্থার এক এইচআর কর্মী জানিয়েছেন, এখনই গণহারে কর্মী ছাঁটাই করার কোনো পরিকল্পনা নেই।
ইলন মাস্ক এখনো সম্পূর্ণভাবে টুইটার অধিগ্রহণ করেননি। কিন্তু ইতোমধ্যে টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে ওয়াশিংটন পোস্টে জানানো হয়েছে, পরিকাঠামো খাতে খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই করার পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল।
চলতি মাসের শেষে ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। আমেরিকার হাইকোর্ট টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
এই প্রেক্ষাপটে সম্প্রতি নিজের সুগন্ধি ব্যবহার নিয়ে টুইট করে চর্চা বাড়িয়েছিলেন ইলন। তিনি পোস্ট করেছিলেন, ‘আমার সুগন্ধি ব্যবহার করুন, যাতে আমি টুইটার কিনতে পারি।’