25 C
Dhaka
Saturday, January 18, 2025

জয়শঙ্কর সুসংবাদ নিয়ে আসবেন: পররাষ্ট্রমন্ত্রী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ‘সম্ভবত তিনি (জয়শঙ্কর) সুসংবাদ নিয়ে আসবেন। তিনি আমাদের চমক দেবেন।’ ড. মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের এ সফরে খুশি। কারণ বাংলাদেশ এবং ভারত একটি ‘মধুর’ সম্পর্ক উপভোগ করছে। আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসবেন বলে আশা করছি। জয়শঙ্কর বৃহস্পতিবার বাংলাদেশে এক দিনের সফরে আসছেন। মঙ্গলবার সুসংবাদের বিষয়ে বিস্তারিত না জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বলেন, জয়শঙ্করের এ সফরের সময় নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সপ্তম বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবো। 

গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা নয়াদিল্লিতে গণমাধ্যমকে বলেছেন, জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী সফর করবেন। তিনি এ সময় ভারত সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর