ওই মনোক্রম ক্লিপে রিয়েল এস্টেট মোগল মোহাম্মদ হাদিদ, চলচ্চিত্রকার ফারাহ নাবিলসি, পর্বতারোহী মোস্তফা সালামেহ, অভিনেত্রী ইয়াসমিন আল মাসরিসহ বিভিন্ন মাধ্যমের ১৭ তারকার অনুভূতি প্রকাশ পেয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন চরম সংঘাতময় পরিস্থিতিতে এক ভিডিওতে প্রিয় শহর জেরুজালেমের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বিখ্যাত কয়েকজন ফিলিস্তিনি।
ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ ও স্প্যানিশ ভাষায় অনূদিত ওই শর্ট ভিডিওর ওপেনিং সিকুয়েন্সে বিষয় হিসেবে তুলে ধরা হয় একটি জিজ্ঞাসা: ‘কেন আমি জেরুজালেমকে ভালোবাসি?’
ওই মনোক্রম ক্লিপে রিয়েল এস্টেট মোগল এবং মডেল জিজি ও বেলার বাবা মোহাম্মদ হাদিদ, এ বছর অস্কার নমিনেশন পাওয়া চলচ্চিত্রকার ফারাহ নাবিলসি, পর্বতারোহী মোস্তফা সালামেহ, অভিনেত্রী ইয়াসমিন আল মাসরি, অভিনেতা ইয়াস ইউনিস-সহ আরও কিছু তারকা নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
এই শহরের খাবার, মানুষ, বৈচিত্র্য, ‘ভোরের ঘ্রাণ’ থেকে শুরু করে নানা বিষয় উঠে এসেছে তাদের স্মৃতিচারণায়।
‘ওহ জেরুজালেম, আমরা তোমাকে ভালোবাসি! দুনিয়ার নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনি ব্যক্তিত্বরা জেরুজালেমের প্রতি তাদের ভালোবাসা ও সংহতির বার্তা প্রকাশ করেছেন।
এ হলো একতার, ভালোবাসার, সবার জন্য ন্যায়বিচার ও শান্তির আশার বার্তা। বিভিন্ন প্রেক্ষাপটের ১৭ জন ফিলিস্তিনি শুধু একটি অতি সরল বার্তা নিয়ে একত্রিত হয়েছেন: জেরুজালেমের প্রতি ভালোবাসার বার্তা।
অভিনেতা, শিল্পী, মিউজিশিয়ান, রাঁধুনি, সাংবাদিক, খেলোয়াড়… সবাই একত্রিত হয়েছেন ঐতিহাসিক এই শহরের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নিজেদের কণ্ঠ ছড়াতে,’ লেখা হয়েছে ভিডিওটির ক্যাপশনে।
সূত্র: আরব নিউজ