অনলাইন ডেস্ক: রোববার (৭ মে) আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জেসিআই বাংলাদেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। মুখ্য আলোচক ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে আগামী ৯ থেকে ১০ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ সামিট ও তরুণ উদ্যোক্তা সম্মাননা- ২০২৩।
দুই দিন ব্যাপি থাকছে ৬টি বিশেষ সেশন। সেশনগুলোতে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিটি দিক তুলে ধরবেন স্থানীয় ও আন্তর্জাতিক বক্তারা। এছাড়া স্মার্ট এক্সপোতে থাকছে দর্শনার্থীদের জন্য চমকপ্রদ সকল প্রযুক্তির প্রদর্শন।
ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ কেমন হবে তার উপর ভিত্তি করে প্রদর্শন করা করা হবে ফিউচারিসটিক এক্সপো। এক্সপো-থেকেই চালু হবে জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিয়র (সিওয়াইই) অ্যাওয়ার্ড। উদ্ভাবনী ও প্রযুক্তি বান্ধব ১০ জন উদ্যোক্তাকে দেয়া হবে এই সম্মাননা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির এবং এটুআই প্রোগ্রামের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এক্সপো’র প্রধান উদ্যোক্তা জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার তাহসিন আজিম সেজান, মুহাম্মাদ আলতামিশ নাবিল, আরিজ আফসার খান, মো. এজাজুল হাসান খান, রেজয়ান উল হক, ষ্টিভ বেনেডিক্ট ডি’সিলভা, শান শাহেদ, শাখাওয়াত হোসেন, ফাহিম আহমেদ ও মো. ফজলে মুনিম।