22 C
Dhaka
Saturday, January 18, 2025

জিয়া পরিবারের কাকে আমরা কখন নিশ্চিহ্ন করেছি: কাদের

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করছে-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কী অদ্ভুত। দিবালোকে কেমন প্রহসনের নাটক। ’৭৫ কে ঘটিয়েছে? জবাব দিন।

আমাদের নেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেদিন বিদেশে ছিলেন। আর বঙ্গবন্ধু পরিবার, শিশু রাসেল, অবলা নারী বেগম মুজিব, অন্তঃসত্ত্বা নারী আরজু মনি, মেহেদিরাঙা হাত সুলতানা ও রোজী-গোটা পরিবারকে নিশ্চিহ্ন করার টার্গেট কারা করেছিল? এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান।

তিনি বলেন, জিয়াউর রহমান দুঃসাহস দিয়ে এই ঘাতকচক্রকে তার রাজনৈতিক উচ্চাভিলাষ ক্ষমতার অভিলাষ পূর্ণ করতে বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছেন। ’৭৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর।

৩ নভেম্বর বঙ্গবন্ধুর চারজন সহযোগী, মুক্তিযুদ্ধের সংগঠক, আমাদের জাতীয় চার নেতাকে নিশ্চিহ্ন করেছেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে কারাগারের অভ্যন্তরে চার নেতাকে হত্যা, এটা নিছক হত্যা নয়।

এই পটভূমির পেছনে ছিল রাজনীতি ও ক্ষমতার অভিলাষ। মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করা। তারপর ২১ আগস্ট। জিয়া পরিবারের কাকে আমরা কখন নিশ্চিহ্ন করেছি? প্রশ্ন করেন তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর