19 C
Dhaka
Sunday, January 19, 2025

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

চাকুরির খবর

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মিলনায়তনে জামালপুর জেলা প্রেসক্লাব এর সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন এবং সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।

২০২২ সালের জন্য নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি কামাল হোসেন (অবজারভার), লিয়াকত হোসাইন লায়ন (বাংলা টিভি/যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুন (নিউজ টুয়েন্টিফোর টিভি/স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ/সিটিনিউজ ঢাকা), দপ্তর সম্পাদক শামীম আলম (মাইটিভি, দৈনিক বাংলাদেশের আলো ও বিডিফিন্যান্সিয়াল নিউজ), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), কার্যনির্বাহী সদস্য এম এ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর), মুকুল রানা (দিনকাল), ইউসুফ আলী (যায়যায়দিন), শোয়েব হোসেন (যমুনা টিভি/দেশ রূপান্তর), এম সুলতান আলম (বাংলাদেশ টুডে)।

পরে সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, আলহাজ্ব জিএস মিজানুর রহমান, আব্দুল্লাহ আল আমিন চান, প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর সহ জেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এছাড়াও নির্বাচনে ২০২৩ সালের জন্য এমএ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর) সভাপতি এবং মুকুল রানা (দৈনিক দিনকাল) সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর