চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রন্থ ৮ পরিবার জাতীয় হটলাইন ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মো: আনোয়ার হোসেন প্রমুখ। উপকরণের মধ্যে চাল, ডাল, তৈল, লবন, আটা ও চিনি রয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়ের নির্দেশে ৩৩৩ নাম্বারে ফোন করা ৮ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
যারা বর্তমান করোনা ও লকডাউনে কারণে খাদ্য সংকটে রয়েছে তাদের জাতীয় হটলাইনে ফোন করার অনুরোধ জানান তিনি।