লক্ষ্মীপুর প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (২৩-২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো: আবদুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, সাবেক সিনিয়র সহকারী পরিচালক সুনিল চন্দ্র ঘোষ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদার রাখায় তাজুল ইসলাম (রামগঞ্জ), আনোয়ার হোসেন (রায়পুর) ও সদর উপজেলার আল মাহমুদ ইবনে হোছাইন কে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, মৎস্যজীবী, মৎস্য চার্ষীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার চন্দ্রগঞ্জে মাছের পোনা অবমুক্ত করার হয়।