25 C
Dhaka
Saturday, January 18, 2025

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি: বিপিএম

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সদ্য অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, প্রশিক্ষণ নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশের প্রধান কাজ সুশৃঙ্খল থেকে ঈমান ও পেশাদারিত্ব বজায় রেখে আইনানুগ কাজ করা।

শুধু পোশাকের ইউনিফর্মটি নয়, আচার-আচরণ ও কাজের মাধ্যমে ইউনিফর্মিটি প্রদর্শন করতে হবে।

কর্মদক্ষতা নষ্ট করে দেয় এমন কিছু করা যাবে না। আমাদের আচার-আচরণ সেবার মান বৃদ্ধি পেয়েছে, জনগণের আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পেয়েছে।

এই ধারা সমুন্নত রাখতে সকলকে জনগণের প্রত্যাশার সমান আস্থাশীল হয়ে কাজ করার জন্য শারীরিক ও মানসিকভাবে ফিট রেখে আরও স্মার্ট ও যুগোপযোগী হয়ে আমাদের স্ট্যন্ডার্ড ধরে রেখে দেশমাতৃকার সেবায় নিয়োজিত রেখে নিরাপদ বরিশাল বিনির্মাণে নিয়োজিত থাকতে হবে।

যা আমাদের ডিসিপ্লীন ও যোগ্যতার বিশেষ অংশ। এগুলো ছেড়ে দিলে পুলিশ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য থাকবে না। সুতারং এক্ষেত্রে কোন ঢিলেঢালা ভাব বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন, শৃঙ্খলা আমাদের শক্তি, মাষ্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ, আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা স্ট্যান্ডার্ড নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি, তিনি সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের দিকে। উন্নত বিশ্বের পূর্বশর্ত শৃঙ্খলার মানোন্নয়ন।

স্ব-স্ব অবস্থান থেকে যাবতীয় হয়রানি নিষ্ঠুরতা বন্ধ করে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও উন্নত মানসিকতার মাধ্যমে মানবাধিকার সমুন্নত রেখে যথাযথ নিয়মে জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর