22 C
Dhaka
Saturday, January 18, 2025

জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনে প্রধানমন্ত্রী

চাকুরির খবর

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আনন্দে ভাসছেন স্থানীয় নেতা-কর্মীরা।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের দায়িত্ব নিলে দেশ এগিয়ে চলে।’

প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও নিরাপদ করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছি।’

রোববার কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

নতুন সরকারের মন্ত্রীসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নতুন মন্ত্রিসভার সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর