23 C
Dhaka
Friday, February 28, 2025

জয়পুরহাটের কালাইয়ে দুর্দৃত্তের আঘাতে ব্যাংকের সিকিউরিটি গার্ড আহত

চাকুরির খবর

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড শফিকুল ইসলাম দুর্বৃত্তের চাকুর আঘাতে গুরুতর আহত হয়ে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার তিনি দুর্বৃত্তের হামলার শিকার হোন।

জানা গেছে, কালাই পৌর এলাকা থুবসারা মহল্লার মৃত বাদেশ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৬)। তিনি কালাই অগ্রণী ব্যাংকের
সিকিউরিটি আনসার পদে চাকুরি করেন।

বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে শফিকুল ইসলাম নিজের বাড়িতে ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তরা
তাঁর শয়ন কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করেন। তারপর দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং ব্যাংকের চাবি
হাতিয়ে নেন। এরপর তাঁকে ব্যাংকের দিকে নিয়ে যান। বাডী থেকে কিছুদূর অগ্রসর হলে পেশাব করার অজুহাত দেখান। দুর্বৃত্তরা তাঁকে
সুযোগ দিলে, তাঁদের ধাক্কা দিয়ে তিনি বাডীর দিকে দৌড় দেন। তখন দুর্বৃত্তরা তাঁর মাথা লক্ষ্য করে চাকু নিক্ষেপ করলে তিনি আহত
হোন। আহত অবস্থায় তিনি জীবন বাঁচাতে দৌড়ে বাড়ী সামনে গিয়ে জোরে চিৎকার চেঁচামেচি করেন। তাঁর চিৎকার শুনে ভাই,
ছেলে ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। এবং ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেন। এরপর চিকিৎসার জন্য তাঁকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ভর্তি করে দেওয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত
সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর