25 C
Dhaka
Saturday, January 18, 2025

জন্মবার্ষিকীতে  টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মবার্ষিকী ও জাতীয শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিসৌধে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেঁজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্টপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রাষ্ট্রপতি সমাধিসৌধে রক্ষিত পরিদর্শণ বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ভবনে চলে যান।

এর আগে বেলা ১০টা ৫৫ মি. প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সে এসে পৌছান। বেলা ১১টা ২৫ মিনিটের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাধি সৌধ কমপ্লেক্সে এসে পৌছালে প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান।

বেলা ১১-৪০মি. জাতীয় সংসদের স্পীকার শিরিন সারমিন চৌধুরী সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের হুইপরা এসময় উপস্থিত ছিলেন।

এরপর কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগসহ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজূলল করিম সেলিম এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান এমপি, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান হানিফ এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, সালমান এফ রহমান এমপি, শিক্ষামন্ত্রী দিপু মনি, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী এমপি, শেখ হেলাল এমপি, এফএম বাহাউদ্দিন নাসিম এম,পি, বিএম মোজাম্মেল হোসেন, এমপি, আসাদুজ্জামান নূর এমপি, সাংস্কৃতি বিষয়ক প্রতিমšী¿ খালিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্র ী ফজিলাতুন্নেসা ইন্দ্রা, শেখ জুয়েল এ,পি, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, শেখ জুয়েল এমপি, মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি, শেখ তন্ময় এমপি, রেজওয়ান মুজিব ববি, যুবলীগ সভাপতি ফজলে শামস্ পরশসহ অন্যান্য নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন।

বেলা ১২-৪০ মি. রাষ্ট্রপতি আবদুল হামিদ টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবছর জাতির পিতার জম্মদিনের সব কর্মসূচি তার জম্মস্থান টুঙ্গিপাড়ায় পালনের ঘোষণা করা হয়। ‘টুঙ্গিপাড়া- হৃদয়ে পিতৃভূমি’ শিরোনামে এ উপলক্ষে ৭দিনের কর্মসূচি পালন করা হবে টুঙ্গিপাড়ায়।

দুপুর ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর