19 C
Dhaka
Friday, January 10, 2025

ছোট গল্প -হঠাৎ পরিচয়

চাকুরির খবর

ছোট গল্প -হঠাৎ পরিচয়
(সত্য ঘটনা অবলম্বনে)

একদিন এক কিশোরী তার বাসা থেকে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে চাকরির  ভাইভা দিতে…। সে এক ঢাকার বাসে উঠলো, বাসের মামাটা সবার সামনেই  একটা সীট ফাঁকা করে মেয়েটাকে বসতে বলল। মেয়েটাও সামনে সীট পেয়ে খুশি হয়ে কিছু না বলেই বসে যায় সীটে, ওমা পাশে বসছে এক মিষ্টি সুন্দরী আপু বাচ্চা কোলে,,ইস,,  সীট টা ছেড়ে দিয়ে বাবুটা মায়ের কোলে বসলো। বাসও ছাড়লো ধীর গতিতে,,, আর এই দিকে ঐ কিশোরী  এয়ার ফোন ও ফোনটা বের করে গান শুনতে লাগলো,

 বাস চলছে,  আবার থামছে, চলছে,,,, ওহ কি বিরক্তিকর…..

মেয়েটা গান শুনতে শুনতে বাসে যাচ্ছিলো,,,,কিছুদূর যাওয়ার পর মেয়েটা দেখলো তার ফোনের চার্জ খুব কম,  তাই সে ফোনটা বেগে রেখে দিলো,,,আবারো বাস চলছে, আবারো থামছে, একটু পর পর যাত্রী উঠছে,,,ওহ কি একটা ডিজগাস্টিং অবস্থা….

কিন্তু আপুর কোলে বাবুটা ঘুমাচ্ছিলো বেশ। 

এখন মেয়েটা ফোনটা বেগ থেকে নিল, দেখলো চার্জ মাত্র ২৪%..

থাক না ২৪% চার্জ…  আর ও একটু গান শোনলে মন্দ হয় না… 

বেশ,  গান ছেড়ে দিল…

পাশে বসা আপুটা সবটা দেখছিলেন,  আর মিটিমিটি  হাসছিলেন। একপর্যায়ে বলেই ফেললেন…

আপু,  আপনি তো ফোনটা রাখছেনই না…।  এই মাত্র বেগে রাখলেন, আবার বের করলেন.. বার বর একইকাজ করছেন। আচ্ছা আপু, না করে করবেনটাই বা কি? ফোন ছাড়া আজকাল চলে! 

এইযে আমারই তো একই অবস্থা, কিন্তু আমারটার চার্জ  আছে এখনো ৩৮%…

রাত পর্যন্ত চলে যাবে বলে মুচকি হাসি দিলো।

পাশের মেয়েটিও বেশ মজা পেল মিষ্টি আপুর মিষ্টি কথায়।

তারপর, কিছুক্ষণের মধ্যে আপুর বাবুটা ঘুম থেকে উঠে গেল। তো এখন আপুটা বাসের কন্ট্রাক্টরকে খুব করে একটা ঝাড়ি দিল, বলল- মামা সেই কখন আমি আপনাকে আমার পিচ্ছিটার জন্য চিপস আর জুস এনে দিতে বললাম… এখনো এনে দিলেন না যে…

বলার একটু পরেই মামাটা আসলো বাস ভাড়া তুলতে।

বাস ভাড়া তুলতে আসলো মামাটা…

আপুটা বললো, টাকা ছাড়া তো কিচ্ছু বুঝেন না.. বলে মুচকি হাসলো। হাসলে আপুকে বেশ লাগে। আপু ভাড়া বের করে দিল। ঐ মেয়েটাও ভাড়া দিল। তারপর আবার গান শুনতে লাগলে… এইদিকে ফোনের চার্জ ও ফুরিয়ে যাচ্ছিলো… চার্জ  ফুরিয়ে ৮% এ নেমে আসলো। এটা খেয়াল করেই, মেয়েটা আাবারো ফোনটা বেগে রেখে দিলো। ঐদিকে আপুটা দেখে মুচকি হাসে?।  মেয়েটাও হাসতে লাগলো।

বাস টা হটাৎ  জেমে আটকে গেলো…

সময় তো আর কাটতে চায় না…

২ মিনিট  না যেতেই মেয়েটা আবারো ফোনটা হাতে নিলো।

আর ওইদিকে আপুটার কল আসে..

তার স্বামীর সাথে কথা বলছে, আর হেসে হেসে ওই মেয়েটার নাজেহাল অবস্থার কথা বলছে আর ওই পাশ থেকে ভাইয়াটাও হাসছে।

যাক আপুটা তার গন্তব্যস্থলে পৌঁছে গেল।

গাজীপুর চৌরাস্তায় বাস থামলো, বাস মামাটা তরিঘরি লাগালো…

 ওই মেয়েটা বাচ্চাটাকে ধরে নামাচ্ছে, আপুটাও নামছে

আর মেয়েটাকে বার বার বলছে…. আপু আসি,আপু আসি!

#চলবে…………………………………..

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর