27 C
Dhaka
Monday, March 31, 2025

ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মেয়রহাবিব গ্রেফতার

চাকুরির খবর

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ
(ডিবি)।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

পুলিশ জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সময় বিশা হত্যা ও ৫ আগস্ট শেখ হাসিনা দেশ
ছেড়ে পালানোর পর হামলায় মেহেদী হাসান হত্যা মামলার
পলাতক আসামি হাবিবকে গ্রেফতার করা হয়।

তিনি পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। ওসি আরও জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিলেন হাবিব।

এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে শিল্পাঞ্চল থানার পুলিশ জয়পুরহাট সদর থানায় খবর দেয়। পরে ডিবি পুলিশের একদল টিম ঢাকায় অবস্থান করছিল। তারা হাবিবকে গ্রেফতার করে জয়পুরহাটে নিয়ে আসেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর