25 C
Dhaka
Saturday, January 18, 2025

ছাত্রলীগকে হলের সৌন্দর্যবর্ধন-সবুজায়ন করতে বললেন প্রধানমন্ত্রী

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে ভিডিওকলে আলাপকালে সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সকালে হল কমিটির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সাথে বিস্তারিত আলাপ হয়েছে৷

আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হল কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছি। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সবুজায়ন করার জন্য এবং হলগুলোর সৌন্দর্যবর্ধন করতে বলেন। হলের সামনে ফুলের বাগান করার কথা বলেন।’

প্রধানমন্ত্রীর সাথে আলাপের পর নিজ নিজ ফেসবুক টাইমলাইনে হল কমিটির তালিকা দিয়ে পোস্ট দেন এ চার নেতা। আগামী এক বছরের জন্য ১৮টি হল ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর