26 C
Dhaka
Saturday, January 18, 2025

চেয়ারম্যানের জাঁকজমকপূর্ন অভিষেক অনুষ্ঠান

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধি: এযেন এক যুবরাজের অভিষেক। সাধারণ জনগণ যুবরাজকে তাদের ভালবাসা দিয়ে বরণ করে নিচ্ছে। হ্যাঁ এমন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নে।

ওই ইউনিয়নের জনগণ তাদের ভালবাসা দিয়ে অভিষেক অনুষ্ঠানে বরণ করে নেয় নব নির্বাচিত চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি’কে। চেয়াম্যানের চেয়ারে বসেই মাদক ব্যাবসায়ীদের কঠোর হুশিায়ারি দেন চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি।

প্রনব বিশ্বাস বাপ্পি ওই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান পিনাকি রঞ্জন বিশ্বাস পিন্টু’র ছেলে।

আজ মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারী)  সকাল ১০ টায় সাতপাড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতপাড় ইউনিয়নবাসী আনন্দ উৎফুল্লের সাথে নব নির্বাচিত চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি’কে বরণ করে নেয়।

এসময় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ বিশেষ অতিথি ছিলেন সাতপাড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিধান চন্দ্র বালা, সাধারণ সম্পাদক দয়াল চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত ম্যাজিট্রেট বিধান চন্দ্র বিশ্বাস, বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি এইচএম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাস, এ্যাড. রঞ্জন কুমার বিশ্বাসসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ওই ইউনিয়নের নব নির্বাচিত সকল মহিলা সদস্য ও সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতপাড় নজরুল কলেজের সহকারী অধ্যাপক আশিস কুমার বাকচি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর