21 C
Dhaka
Saturday, November 23, 2024

চীন ইচ্ছাকৃতভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এড়াচ্ছে না

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ কারণে ইউক্রেনে আগ্রাসনের পরও মস্কোর ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দিতে অস্বীকার করেছে বেইজিং।

তবে তারা নিজেদের মতো করে শান্তি আনার চেষ্টা চালিয়ে যাবে বলে বারবার ব্যক্ত করেছে। এর মধ্যেই আজ শনিবার (২ এপ্রিল) চীনের এক সিনিয়র কূটনীতিক বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এড়াচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আরোপিত ব্যবস্থা নিয়ে মস্কোকে কাজ করার অনুমতি দেওয়ার বিরুদ্ধে ইজিংকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এর একদিন পর আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক মহাপরিচালক ওয়াং লুটং সাংবাদিকদের বলেন, ‘মস্কোর সঙ্গে স্বাভাবিক বাণিজ্য পরিচালনা করে বিশ্ব অর্থনীতিতে অবদান রাখছে বেইজিং।’

তিনি বলেন, ‘ইউক্রেনের সংকটে চীন কোনো সংশ্লিষ্ট পক্ষ নয়। আমরা মনে করি না যে, রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের স্বাভাবিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে গতকাল ইইউ-চীন ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বেইজিং আশ্বাস দিয়েছিল যে, তারা ইউক্রেনের জন্য শান্তি চাইবে, তবে নিজস্ব উপায়ে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর