অনলাইন ডেস্ক: দুই নেতাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলিতে চীনের সামরিক ও বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুজনেই ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি আরও বেশি করার বিষয়েও একমত হয়েছেন। বাইডেন বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমাদের আরো কাজ করতে হবে।
একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টোঙ্গার সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি করেছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চীন, বাণিজ্য, সুরক্ষা, বন্দুকধারীদের সহিংসতা নিয়ে কথা বলেছেন দুই নেতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
২০১৪ সালের পর এই প্রথম হোয়াইট হাউসে পা রাখলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩১ মে) জেসিন্ডা আর্ডানের সঙ্গে বাইডেনের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। তবে সবচেয়ে গুরুত্ব পেয়েছে চীনের প্রসঙ্গ।