26 C
Dhaka
Saturday, January 18, 2025

গ্যাস সরবরাহে রাশিয়ার পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: সংকট মোকাবিলায় করণীয় ঠিক করতে শুক্রবার (০২ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও অংশ নেন। রুদ্ধদ্বার বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয় এবং জ্বালানির মজুদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে পরিস্থিতি বিবেচনায় আবারও বিষয়গুলো নিয়ে পর্যালোচনার কথা রয়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে দেখা দেয় জ্বালানি সংকট। ইউরোপে গ্যাস সরবরাহে রাশিয়ার পাইপলাইন নর্ডস্ট্রিম-১ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।

এতে চিন্তার ভাঁজ পড়েছে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্সের জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ আর শঙ্কায় সাধারণ মানুষ।

মেরামতের জন্য বুধবার (৩১ আগস্ট) থেকে ইউরোপে গ্যাস রফতানিতে ব্যবহৃত প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম-১ বন্ধ করে দেয় মস্কো। পাইপলাইনটি চালু হওয়ার কথা ছিল শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে।

কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেটি এখনই চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে ক্রেমলিন নিয়ন্ত্রিত এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম। ফলে, ইতোমধ্যে জ্বালানি সংকটে নাকাল ইউরোপ এবার অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

গত শুক্রবার (২ সেপ্টেম্বর) গ্যাজপ্রমের পক্ষ থেকে বলা হয়, মেরামতের কাজ শেষ না হওয়ায় নর্ডস্ট্রিম-১ পুনরায় চালু করা যাচ্ছে না। একটি কম্প্রেসার স্টেশনের তেলের লাইনে ছিদ্র পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর একটি ছবিও প্রকাশ করেছে গ্যাজপ্রম। তবে এটি মেরামত করতে কত দিন লাগবে বা কবে নাগাদ নর্ড স্ট্রিম-১ চালু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রাশিয়া সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বললেও ইউরোপীয়দের শঙ্কা, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা হস্তক্ষেপের প্রতিশোধ নিতে স্থায়ীভাবেই এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে মস্কো।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর