22 C
Dhaka
Saturday, January 18, 2025

গোপালগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

গোপালগঞ্জ প্রতিনিধি | ২৬শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ১৬ই জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) মহামারী প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

অনেকটা করোনা ঝুঁকি নিয়েই তারা তাদের পেশাগত দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মীদেরকে ঈদ উপহার দিলেন গোপালগঞ্জের মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তন কেন্দ্রে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তিনি গণমাধ্যমকর্মীদের মাঝে এই ঈদ উপহার (পোলাও’র চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডুলস, কফি) তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, এনডিসি মহসিন উদ্দীন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাবেক মহাসচিব ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক, কবি ও সাহিত্যিক এস এম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম নজরুল ইসলাম, মোস্তফা জামান, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক, সিনিয়র সাংবাদিক কে এম শফিকুর রহমান, দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের বার্তা সম্পাদক কে এম সাইফুর রহমান সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা করোনা ঝুঁকি এড়িয়ে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার অনুরোধ করেন। সেই সাথে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর