17 C
Dhaka
Sunday, January 19, 2025

গোপালগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে বিমানবাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি | ২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার, ১৮ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ২৩শে জিলহজ, ১৪৪২ হিজরি

চাকুরির খবর

কোভিড-১৯ রোধে সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে সমগ্র জেলায় সরব রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী।

রোববার গোপালগঞ্জ কাশিয়ানীর রামদিয়া, সাজাইল, রাজপাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ আহমেদ।

এসময় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাদমান শাবাব এর নেতৃত্বে মাঠে ছিল বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিপির সদস্যরাও বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

জেলায় নিত্যপণ্যের ও ওষুধের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হলেও অনেকই মানছেন না স্বাস্থ্যবিধি।

তবে সরকারি নির্দেশ উপেক্ষা করায় বেশ কয়েকজনেক আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাদমান শাবাব বলেন, করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এজন্য জনগণকে সচেতন করতে আমরা কাজ করছি। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসার অনুরোধ করছি। দেশ ও জাতির কল্যানে বিমানবাহিনী সর্বদা নিয়েজিত।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর