গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ ‘প্লাস ক্যাম্পেইনের’ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টায়া সিভিল সার্জন অফিসে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।
এবছর জাতীয় ভিটামিন এ ‘প্লাস ক্যাম্পেইনে’ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৯৭৯জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে অর্থাৎ মোট ১লাখ ৮১হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪০ হাজার ৯৬৫ জন, কাশিয়ানী ৩৬ হাজার ৩৩২ জন, কোটালীপাড়া ৩৫ হাজার, মুকসুদপুর ৪৬ হাজার ৯৮৫ জন, টুঙ্গিপাড়া ১৪ হাজার ৯২৫ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৫৯৯ জন শিশুকে ভিটামিন এ ‘প্লাস ক্যাপসুল’ খাওয়নো হবে।
জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ১ হাজার ৬৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১হাজার ৭০৫টি কেন্দ্র এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় সঞ্চলনা করেন মেডিকেল অফিসার ডা: গোধুলী বিশ্বাস (সৃজন)।