করোনার বিস্তার রোধে গোপালগঞ্জ পুলিশ হাসপাতালকে বাবর আলী ও আমেনা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।
শুক্রবার গোপালগঞ্জ পুলিশ লাইনস্ রাজারবাগ পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.এএসএম শহিদুল ইসলাম পুলিশ সুপার আয়েশা সিদ্দীকার হাতে এসব স্বাস্থ্য উপকরন তুলে দেন।
এসব চিকিৎসা সরঞ্জামাদি হল, ৬টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, হেলথ রেগুলেটর, পিপিই, মাস্ক ইত্যাদি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো: আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সদর থানার ওসি মনিরুল ইসলাম, রাতইল ইউপি চেয়ারম্যান বিএম হারুর অর রশিদ পিনুসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পুলিশ সুপার ডা. এএসএম শহিদুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাবর আলী ও আমেনা বেগম দম্পত্তির ছেলে।