21 C
Dhaka
Saturday, November 23, 2024

গোপালগঞ্জের সাতপাড় পশ্চিমপাড়ায় ৩দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধি: উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া নদীর ওপার বটতলা  শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুক্রবার সূর্য ওঠার পূর্বে শেষ হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যজ্ঞানুষ্ঠানের ‍উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দুমহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।

বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিতিশ কুমার রায়, বাছার ইলেকট্রনিক সত্ত্বাধিকারী উজ্জ্বল বাছার, সার্বিক তত্ত্বাবধানে সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, সাহাপুর ইউপি চেয়ারম্যান সুবোধ হীরা, সিংগা ইউপি চেয়ারম্যান প্রণব সরকার।

এ মহানাম যজ্ঞনুষ্ঠান উদ্বোধন করেন স্বামী গোলকানন্দ গিরিমহারাজ। 

মঙ্গলবার  ব্রহ্মমুহুর্তে শুরু হয়েছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান। গান পরিবেশন করছেন কৃষ্ণভক্ত সম্প্রদায় খুলনা, কানু গোপাল সম্প্রদায় পটুয়াখালী, লোকনাথ  সম্প্রদায়-সাতক্ষীরা, মহাপ্রভু সম্প্রদায়-কোটালিপাড়া, মা সারদা সম্প্রদায়-গোপালগঞ্জ, নদীয়া বিনোদিনী  সম্প্রদায়-গোপালগঞ্জ।

প্রতিদিন কয়েক হাজার ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। আজ শুক্রবার অরুণোদয় সাথে এ শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই ৩দিনে হাজার হাজার ভক্তরা এসেছে এই নামসংকীর্তনে। অনেকেই ৩দিন ধরে এখানে রয়েছেন বলে জানান কমিটির  সাধারন সম্পাদক পংকজ কুমার রায়। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর