19 C
Dhaka
Sunday, January 19, 2025

গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙলি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা: মায়া

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙলি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা। আমরা জাতি হিসেবে তাঁর মতো নেতা পেয়ে সৌভাগ্যবান হয়েছি।

জাতির পিতার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে মহামানব। মহামানবের জন্ম সবসময় হয় না। এই মহামানবের জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

পেয়েছি একটি লাল-সবুজের পতাকা। বাংলাদেশ যতদিন থাকবে, জাতি হিসেবে আমরা জাতির পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবো।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে ছেংগারচর পৌরসভায় এই আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এসময় দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর