অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।
কিভাবে আসবে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, যে নির্বাচনে অযোগ্য। তারেক জিয়া বিদেশে পলাতক। তাই তারা নির্বাচনে আসে না।
শেখ হেলাল বলেন, বর্তমানে মানুষের মাথাপিছু আয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ.লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি দেশের সকল উন্নয়নকে অস্বীকার করে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। তাই দলের মধ্যে কিছু সমস্যা ও ভেদাভেদ রয়েছে। এসব ভেদাভেদ ভুলে সকলকে দলের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।