জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদীয় রীতি অনুযায়ী শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে।
এই আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দুইজন সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের স্মৃতিচারণ করেন। এই সময় আবেগাপ্লুত হয়ে পরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে, আব্দুল মতিন খসরুকে প্রথমে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। তারপর তাকে আইনমন্ত্রী করা হয়েছিল।
রধানমন্ত্রী বলেন যে, ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আমি এবং শেখ রেহানা বিচার বঞ্চিত হয়েছিলাম।
আমাদের বিচারের অধিকার কেরে নেয়া হয়েছিল একটি অধ্যাদেশের মাধ্যমে। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন এই নির্দেশ বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেই বাতিলের সময় আব্দুল মতিন খসরু যে ভাষণ দিয়েছিলেন তা এখনো আমার কানে বাজে।
আসলামুল হকের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসলামুল হক আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।
তিনি জনদরদী ছিলেন। সব সময় জনগণের জন্য কাজ করতেন। সবচেয়ে বড় কথা হলো এলাকার উন্নয়নের জন্য তিনি সবসময় অন্তপ্রাণ ছিলেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে গত অধিবেশন থেকে এই অধিবেশনে যারা মারা গেছেন তাদেরও স্মৃতির প্রতি গভীর সমবেদনা জানান।