16 C
Dhaka
Sunday, January 19, 2025

ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিজেদের একটি ড্রোন নিজেরাই ধ্বংস করেছে: ইসরায়েল

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিজেদের একটি ড্রোন নিজেরাই ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েলে। ইসরায়েলি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়।

তারা ভেবেছিল শত্রু পক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-ফোরটিন।

প্রতিবেদনে আরও বলা হয়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত হেনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল।

ইসরায়েলি বাহিনী সব সময় প্রতিরোধ সংগ্রামীদের হামলার আশঙ্কায় থাকে। এ কারণে তারা মাঝে মধ্যেই ভুল করে বসে। এ কারণে গত মাসে  ভুলক্রমে দুই সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে নিরাপত্তা টহল চলাকালে এ ঘটনা ঘটে। 

বর্ণবাদী ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন চালাচ্ছে। এর মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর