17 C
Dhaka
Sunday, January 19, 2025

কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না: এনামুল হক

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: একেএম এনামুল হক শামীম বলেন, আগামী ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে, ২১০০ সালের বাংলাদেশ কেমন হবে, আগে থেকেই সেজন্য মহাপরিকল্পনা ‘ডেল্টাপ্লান-২১০০’ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।  আর কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না।

চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা এনামুল হক শামীম বলেন, দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম এবং তাঁর সংগ্রাম ও আত্মত্যাগকে মুছে ফেলার অপচেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু জাতির পিতার নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি, সত্যের জয় হয়েছে।

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে তিল তিল করে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশের ক্ষমতায় আসেন।

দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনিই একমাত্র সরকার প্রধান যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর