আগামী ২৫ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এর চাকরির মেয়াদ শেষ হচ্ছে। সেনাপ্রধানের চাকরি বিধি অনুযায়ী, একজন সেনাপ্রধান যখন থেকে দায়িত্ব গ্রহণ করবেন তার থেকে তিন বছর সময় অথবা তার বয়স ৬০ বছর অতিবাহিত হলে (যেটি আগে ঘটবে) তাকে অবসরে যেতে হবে।
সেই হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এর ২৫ জুন অবসরে যাওয়ার কথা। তবে সরকার চাইলে সেনাপ্রধানের চাকরির মেয়াদ বাড়াতে পারেন।
এই আগে মইন উ আহমেদ এর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে সাধারণত এই নীতি অনুসৃত হয় না।
আজিজ আহমেদ ২০১৮ সালের ২৫শে জুন দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ে আগে বিভিন্ন জল্পনা-কল্পনা চলছে যে সেনাপ্রধান কে হবে।
বাংলাদেশের সেনাপ্রধান করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। সরকারের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেনাপ্রধান মনোনয়ন করে থাকেন।
সরকারের বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, নতুন সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে তারা এখন পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করেনি।
সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদ এক বর্ণাঢ্য সময় কাটিয়েছেন। শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসিত এবং স্বীকৃত।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রথম। এই বাস্তবতায় নতুন সেনাপ্রধান কে হন সেটির দিকে তাকিয়ে আছে সকলে।
বাংলা ইনসাইডার