26 C
Dhaka
Saturday, January 18, 2025

কাশিয়ানী থানায় এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামানের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে থানা কোয়ার্টারের সিঁড়ির রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই রোকনুজ্জামান রাজবাড়ির পাংশা উপজেলার দীগলহাট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি দুই বছরের পিএসআই পর্যায় শেষ করে তিন চার মাস আগে কাশিয়ানী থানায় এসআই হিসেবে যোগ দিয়েছিলেন। থানা কোয়ার্টারের একটি রুমে থাকতেন তিনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, পারিবারিক কারণে এসআই রোকনুজ্জামান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে আমরা বিয়ষটি তদন্ত করে দেখছি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর