লক্ষ্মীপুর প্রতিনিধি: সমগ্র বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুরে কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে কম মূল্যে বাংলাদেশ ট্রেডিং করপোরের্শন অব (টিসিবি) পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর (সদর) পৌরসভার আয়োজনে হ্যাপী সিনেমাহল প্রাঙ্গণে ১ম পর্যায়ে পৌরসভার ১, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হয়।
সামগ্রীর মধ্যে রয়েছে ২কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসুরির ডাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) ড. এ, এইচ.এম কামরুজ্জান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার একে এম ফয়সাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। লক্ষ্মীপুর পৌরসভায় ৫২৫০ জন ও জেলায় মোট ১ লাখ ১৫ হাজার মানুষ এই সুবিধার আওতায় আনা হয়েছে।