গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে জমি বিক্রি করার ৭০ হাজার ও তার স্ত্রীর প্রাথমিক বিদ্যালয়ের সিলিপের ৩০ হাজার টাকাসহ মোট এক লাখ এবং সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
ডাকাতির শিকার ওই শিক্ষকের নাম মো. বাবর আলী। তিনি উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পাশে ঐ শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
শিক্ষক বাবর আলী মোল্লা সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় ঘুমানোর পরে রাত পৌনে ৩ টার দিকে বাড়ির দেওয়াল টপকিয়ে দোতলার বারান্দার দরজা খুলে ঘরে প্রবেশ করে ডাকাতেরা।
প্রথমে আমার কক্ষে ৫ জন ডাকাত প্রবেশ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মেয়ের কক্ষে নিয়ে যায় ও পরিবারের সবাইকে ওই কক্ষের মধ্যে আটকে রাখে ও সবার মোবাইল নিয়ে নেয়।
পরে অন্য আলমারি, ওয়ারড্রপ ভেঙ্গে আমার জমি বিক্রি করা ৭০ হাজার এবং স্ত্রীর রাখা প্রাথমিক বিদ্যালয়ের সিলেপের ৩০ হাজর টাকা সহ মোট এক লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে যায়।
পরে নিচতলায় জাগরনি চক্র ফাউন্ডেশনের অফিস সহকারীকে আমাদের কক্ষে নিয়ে এসে আটকে রাখে ও ঐ এনজিও থেকে ১০ হাজার টাকাও লুট করে।
বাবর আলির স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস জাহান বলেন, আমার স্বামীকে যখন আমাদের কক্ষে নিয়ে এসে ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে বলে আপনাদের কোন ভয় নেই৷
আপনাদের কিছু বলবোনা, আপনারা সবাই চুপ করে থাকেন। কিন্তু টাকা ও স্বর্নালঙ্কার কোথায় আছে সেটা বলে দেন । এরপর ডাকাত দলের দুই সদস্য আমাকে হুমকি দিয়ে বলেন তোমাদের বাসায় খাবার নেই? এরপর আমার ফ্রিজে রাখা খাবার খায়। টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা চলে যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাড়ি পরিদর্শন করেছেন। তবে প্রাথমিকভাবে এই ঘটনা চুরি বলে প্রতীয়মান হচ্ছে।
আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। এছাড়া জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। তবে এ ঘটনায় কলেজের ওই শিক্ষক থানায় এখনো লিখিত অভিযোগ করেনি।