21 C
Dhaka
Friday, November 22, 2024

কর্মী ছাঁটাইয়ের হিড়িক সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটক

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রেও গত সোমবার বেশ কয়েকজন কর্মীকে বলে দেয়া হয়েছে, তারা যেন বিকল্প অনুসন্ধান করে। কর্মী ছাঁটাই ইস্যুতে টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্যে অপারগতা প্রকাশ করেছে।

কর্মী ছাঁটাইয়ের হিড়িকে যোগ দেয়া সর্বশেষ সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটক। এরই মধ্যে অনেক কর্মী চাকরি হারিয়েছেন এবং অনেককে মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। বৈশ্বিক পুনর্গঠনমূলক কর্মসূচির আওতায় এ সিদ্ধান্ত বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটির।

ওয়্যারডের এক প্রতিবেদনে বলা হয়, টিকটকের ইউরোপীয় কর্মীদের এরই মধ্যে জানিয়ে দেয়া হচ্ছে, তারা যেন শিগগিরই এইচআর বিভাগের সঙ্গে যোগাযোগ করে। যুক্তরাজ্যে কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, প্রায় সব বিভাগ থেকেই কর্মী ছাঁটাই হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, প্রতিষ্ঠানে যেসব কর্মী, দল ও ব্যবস্থাপক যথাযথ অবদান রাখছে না বলে মনে হচ্ছে তাদের সরানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ১০০ জনের মতো কর্মী ছাঁটাই হয়েছে বলে জানান তিনি। এ অঞ্চলের প্রায় ১০ হাজার কর্মীর তুলনায় ছাঁটাইয়ের হার এখনো বেশ নগণ্য বলে মনে করেন ওই কর্মী।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর