26 C
Dhaka
Saturday, January 18, 2025

করোনা মোকাবেলায় মাস্ক পড়া ছাড়া কোন বিকল্প নেই-ওসি নাসিম

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরির খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেছেন, করোনা মোকাবেলায় মাস্ক পড়া ছাড়া কোন বিকল্প
রাস্তা নেই।

বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। কোন মানুষ একা বসবাস করতে পারে না।

অবশ্যই তাকে পরিবারের সাথে থাকতে হয়। আর আপনি করোনায় আক্রান্ত হলে আপনার পরিবারের সদস্যরাও সংক্রমিত হবে। তাই করোনা মোকাবেলায় আপনি সতর্ক হলে আপনার পরিবারও রক্ষা পাবে।

শুক্রবার দুপুরে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের পূর্বপাড়া শেখ বাড়ি জামে মসজিদে খুৎবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, টুঙ্গিপাড়ার প্রতিটি গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না।

হ্যান্ডশেক করা ও কাছাকাছি আসা এড়িয়ে চলুন। ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন ও সামাজিক দূরত্ব মেনে ভিড় এড়িয়ে চলুন। তাহলেই করোনার সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে ও মানুষকে ঘরে রাখতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের দিক নির্দেশনায় ও গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার পরিশ্রমে দিনরাত কাজ করছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

সেই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সচেতনতা ও বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে মানুষকে বোঝানো হচ্ছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর