26 C
Dhaka
Saturday, January 18, 2025

করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখছেন আরেক ‘স্টার কিড’ সানায়া কাপুর

চাকুরির খবর

এর আগেও আলিয়া ভাট, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, ঈশান খট্টর, জাহ্নবী কাপুর- সকলের বলিউডে অভিষেক করণের হাত ধরেই।

সময় বদলালেও বদল হয়নি বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের। তিনি এখনো  বলিউডের স্টার কিডদের ‘গ্র্যান্ড ফাদার’ই রয়ে গেছেন।

এবার তার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন আরেক কাপুরকন্যা- সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর।

করণের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষত সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর এই অভিযোগ আরও তীব্র আকার নিয়েছিল। সেই সময় কিছুটা হলেও কোণঠাঁসা হয়ে পড়েছিলেন করণ।

কিন্তু কালের নিয়মে সব কিছু ভুলে নিজের চেনা মেজাজ ফিরে পেয়েছেন তিনি। সব সমালোচনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে সানায়া কাপুরকে প্রমোট করার কাজে নেমে পড়েছেন।

ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সানায়ার।

এর আগেও আলিয়া ভাট, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, ঈশান খট্টর, জাহ্নবী কাপুর- সকলের অভিষেক করণের হাত ধরেই। 

সোমবার সানায়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করণ লিখেছেন, ‘ধর্মা মুভিজের সঙ্গে তোমার শুরুটা প্রথম ছবিতেই অভাবনীয় ও উত্তেজনাপূর্ণ হবে।’

জুলাই মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে করণ জানিয়েছেন। তবে সানায়ার বিপরীতে নায়ক কে, বা ছবির নাম কী, সে সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি।

করণের এই ঘোষণার পর উচ্ছ্বসিত সানায়ার মা-বাবা মাহিপ কাপুর ও সঞ্জয় কাপুর। মেয়ের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সঞ্জয়।

সানায়া কাপুর, সুহানা খান ও অনন্যা পান্ডে খুবই ভালো বন্ধু। অনন্যাও করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন। তার প্রথম ছবি ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। শাহরুখ খানের মেয়ে সুহানাও হয়তো শিগগিরই বলিউডে পা রাখবেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর