অনলাইন ডেস্ক: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই, তবে ধোঁয়া আছে একটু একটু। ধোঁয়া বের হওয়া স্থানগুলো থেকে পানি ছিটানো হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৭ ঘণ্টা পর নিভেছে। বুধবার (৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।
সেখানে থাকা ১১টি কেমিক্যাল কনটেইনার নিরাপদে রাখা হয়েছে।
গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে।