30.2 C
Dhaka
Thursday, March 27, 2025

ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ আসছে ১ এপ্রিল

চাকুরির খবর

অপূর্ব ও নুসরাত ফারিয়া অভিনীত এই ছবিতে পারিবারিক ও রোমান্টিক গল্প উঠে আসবে।

অবশেষে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওটিটি প্লাটফর্ম জি ফাইভের চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’। যদিও করোনার আগে গত বছর শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্রটির শুটিং, তবে মহামারির কারণে সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ছবির দুই অভিনয় শিল্পী অপূর্ব ও নুসরাত ফারিয়ার করোনা আক্রান্ত হওয়ায় তা বারবার পিছিয়েছে।

সব কাজ শেষ করে আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে শিহাব শাহীনের প্রথম ওয়েব চলচ্চিত্রটি।

ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। তিনি বলেন, “গত বছর ‘শাহেনশাহ’ চলচ্চিত্রের পর আমার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। এটা মুক্তি পাওয়ার অপেক্ষায় আছি।”

পরিচালক শিহাব শাহীন বলেন, “বাংলাদেশের বিয়ের একটা ব্যাপার আছে ছবিতে। দর্শকেরা উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। ১২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’। পারিবারিক ও রোমান্টিক গল্প এতে উঠে আসবে।”

গত মঙ্গলবার ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে অপূর্ব, ফারিয়া ছাড়াও তারিক আনাম খান, ইমতু রাতিশ ও নাজিবার দেখা মেলে।

‘যদি কিন্তু তবুও’র প্রযোজক ভারতীয় প্রতিষ্ঠান জি-ফাইভ। শিহাব শাহীন পরিচালিত এ ছবি মুক্তিও দেওয়া হবে তাদের ওটিটি প্ল্যাটফর্মে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর