23 C
Dhaka
Friday, November 22, 2024

ঐতহ্যিবাহী চড়ক পূজা ও মলো অনুষ্ঠতি

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধি: বৈশাখ সংক্রান্তি উপলক্ষ্যে সদর উপজলোর সাতপাড় নীল পূজার আয়োজন করা হয়।গভির রাত র্পযন্ত চলে এ চড়ক ঘুড়ানো ও মেলা।

বৃহস্পতিবার এ চড়ক ঘুল্লী ও মেলা দেখতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শিশু,যুবক,বৃদ্ধ ও নারীসহ হাজার হাজার মানুষ ভীড় জমান। এ চড়ক ঘুল্লীকে কন্দ্রে করে বসে গ্রামীন মেলা।

মেলায় ঘুরতে আশা শান্তুনু রায় বলেন, আমি প্রতি বছর আমাদের হিন্দু ধর্ম র্ধমাবলম্বীদরে নীল পূজা ও চড়ক ঘুল্লী দেখতে আসি। প্রতি বছর সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে কালা বিশ্বাসের বাড়িতে নীল পূজা হয় ও পূজা শেষে চড়ক ঘুল্লি হয়। এ চড়ক ঘুল্লি উপলক্ষে এখানে গ্রামীন মেলাও বসে।

সাতপাড় ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি বলেন, করোনার কারনে দুই বছর কোন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ ছিল।

এবছর সকল ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের ভীড় চোখে পড়ার মত। সাতপাড় পশ্চিমপাড়া কালা বিশ্বাস প্রতি বছর বৈশাখ সংক্রান্তি উপলক্ষে নীল পূজা ও চড়ক ঘুল্লি অনুষ্ঠান করে আসছে।

এবছর  আমাদের সাতপাড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজাকে সাফল্য করতে সর্বদা কাজ করেছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর